Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   04:00:47 (BST)

31 Jan, 2018 চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে ( সি এস ই ) ৬ষ্ঠ পুঁজি বাজার ও বনিয়িোগ মলো উপলক্ষে রলেি সফল ভাবে সম্পন্ন করেছে। রেলিটি সি এস ই এর প্রধান র্কাযালয় থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রদক্ষিণ করে আবার সিএসই কার্যাালয়ে এসে শেষ হয়। এতে বাংলাদশে ক্যাপটিাল র্মাকটে রেজিস্টার্ড এসোসয়িশেন (বি সি এম আর টি এ) এর প্রতিনিধিগণ, সি এস ই ট্রকে হোল্ডারস ও মেলায় বভিন্নি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন । রেলিটির নেতৃত্ব দেন সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার । সি এস ই এর উচ্চপদস্থ র্কমর্কতা মোহাম্মদ মেজবাহউদ্দিন, উপ মহাব্যবস্থাপক, মোহাম্মেদ শোহারোজ আলম, উপ মহাব্যবস্থাপক, নাহদিুল ইসলাম খান উপ মহাব্যবস্থাপক, আরফি আহমদ সহকারী মহাব্যবস্থাপক, আদনান রকবি ব্যাবস্থাপক, বি সি এম আর টি এ এর সম্পাদক দীপক পালতি ও যোগ দেন । বিস্তারিত জানতে: তানিয়া ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| January 31, 2018 |