Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:57:02 (BST)

চট্টগ্রাম, ১১ এপ্রিল , ২০২১:

 বিএসইসি এর নিৰ্দেশনা অনুযায়ী ব্যাঙ্কিং কার্যক্রম এর সাথে মিল রেখে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই ) এর লেনদেন এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১২ এপ্রিল ২০২১থেকে লেনদেনের  সময় হবে সকাল ১০.০০ মিনিট হতে ১২۔৩০ মিনিট পর্যন্ত ।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সময়সূচী অব্যাহত থাকবে। বিনিয়োগকারীদেরকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে লেনদেন চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানোনো হচ্ছে।

তানিয়া 
সিএসই - সি এন্ড পি আর

| April 11, 2021 |