Market Status: Closed
  Wednesday, 03 Jul '24
   07:25:36 (BST)

০২ আগস্ট,২০২১. চট্টগ্রাম:

জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী বিষয়ে অদ্য আগস্ট ০২, ২০২১ তারিখে মেজর (রিটায়ার্ড) এমদাদুল ইসলাম পরিচালক, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিমিটেড এর সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পরিচালনের  উদ্দেশ্যে উক্ত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়  :

             ১)            দরিদ্র এবং মানুষের সহায়তার জন্য এক্সচেঞ্জের পক্ষ থেকে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী ( চাল , ডাল, তেল এবং আলু) বিতরণ করা হবে;

২)            করোনা ভাইরাস মোকাবেলায় মূমুর্ষ রোগীদের চিকিৎসা সহায়তা  প্রদানের জন্য ৩০ টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে প্রদান করা হবে;

             ৩)            বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে;

৪)            পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগস্ট ১২, ২০২১ তারিখ বেলা ৩ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে শোক সভার  আয়োজন করা হবে;

             ৫)             সিএসই এর কার্যালয়ে এক্স ব্যানার স্থাপন ;

  •     সিএসই চট্টগ্রাম অফিস  - ১০ টি
  •    সিএসই ঢাকা অফিস     -  ৫ টি

জনাব আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) বিশেষ আমন্ত্রণে  সভায় উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, জনাব মামুন-উর-রশিদ  এবং সিএসইর উর্ধতন কর্মকর্তা বৃন্দ ।

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-সিএন্ডপি

ফোন:০১৭৬০৭৪৫৭৩৬

| August 03, 2021 |