Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   04:02:16 (BST)

 ১১ আগস্ট,202১, ঢাকা:

আজ সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক (এসবিএসি)এর লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্ভোদনী অনুষ্ঠান এর আয়োজন করে । এতে সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক  মামুন-উর-রশিদ সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান । স্বাগত বক্তব্যে তিনি বলেন - সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর মতো প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেট এ লিস্টেড হওয়া একটি সময় উপযোগী সিদ্ধান্ত এবং ইতিমধ্যে ২০টি ব্যাংক ক্যাপিটাল মার্কটে রয়েছে, আজ এই এসবিএসি এর লেনদেন শুরু শেয়ারবাজারে আরো গতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে । নতুন এবং খুব অল্প সময়ের মধ্যে এসবিএসি এর সফলভাবে এই ক্যাপিটাল মার্কেট-এ আসার জন্য তিনি ব্যবস্থাপনা  পর্ষদ কে অভিনন্দন জানান ।

সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন - আমরা শেয়ার মার্কেট এর বিনিযোগকারীদের আস্থা বাড়ানোর মানসিকতা নিয়ে এসেছি এবং নতুন ব্যাংক হিসেবে  প্রত্যাশা পূরণে দৃঢ় অঙ্গিকারবদ্ধ ।

 উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর মোকাদ্দেস আলি, এসিএস, এসভিপি এন্ড কোম্পানী সেক্রেটারী, মোঃ আসাদুল হক, ইভিপি এন্ড হেড আব ট্রেজারী । এছাড়া আরো ছিলেন স্বপ্না রায়, সিনিয়র এক্সিকিউটিব অফিসার, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএসই ও সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর অন্যান্য কর্মকর্তাগণ ।

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-পিআর

| August 11, 2021 |