Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   04:00:10 (BST)

  ২০ ডিসেম্বর, ২০২১ ঢাকা:

আজ সোমবার সিএসই -এর ঢাকাস্থ কার্যালয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)-এর নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই)। নতুন কমিটির সভাপতি মো. ছায়েদুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসইর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন-সিএসই এর পরিচালক মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, বিএমবি-এর সভাপতি কার্যনির্বাহী সদস্য মাহবুব এইচ মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন এবং বাজার উন্নয়নের জন্য একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ।

বিস্তারিত জানতে

তানিয়া 

সিএসই-সি এন্ড পি আর

ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| December 20, 2021 |