০৬ জানুয়ারী, ২০২২:
আজ চিটাগং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে ০৩ টি বন্ড এর ট্রেডিং শুরু উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ড ০৩ টি হলো আল-অরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড, শাহজালাল ইসলামী ব্যাংক লি. এর এসজেআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড এবং ইসলামী ব্যাংক লি. এর আইবিবিএল সেকেন্ড পারপিচুয়াল মুদারাবা বন্ড । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর সম্মানিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব গোলাম ফারুক, আল-অরাফাহ্ ইসলামী ব্যাংক লি., ইসলামী ব্যাংক লি., শাহজালাল ইসলামী ব্যাংক লি. এর সম্মানিত প্রতিনিধিগণ এবং ইস্যূ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহ ইউসিবি ইনভেস্টমেন্ট লি., ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর সম্মানিত প্রতিনিধিগন ।
প্রধান অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, বন্ড বাজার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস । আমাদের বাংলাদেশে একটি পূর্নাঙ্গ বিশ্বমানের বন্ড মার্কেট বাস্তবায়ন করতে হবে । বাংলাদেশে একটি সক্রিয় বন্ড মার্কেট এর বিকাশ আর্থিক অবকাঠামো গভীর করার ক্ষেত্রে সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে । এটি দেশী বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে এবং স্থানীয় বিনিয়োগকারীদের তাদের সম্পদ বরাদ্দ প্রক্রিয়া আরও ভালোভাবে পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রদান করবে ।
স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব গোলাম ফারুক বলেন, বাংলাদেশে বন্ড মার্কেট খুবই ছোট । বাংলাদেশের জিডিপিতে বন্ডের অবদান খুবই নামমাত্র । কোম্পানীগুলোর মূলধন সংগ্রহে ব্যাংক ঋনের উপর বেশী নির্ভরশীল হওয়ায় এই বাজারে গভীরতা বাড়েনি । বন্ডের কম সরবরাহ বন্ড বাজার বিকাশের জন্য অনুকূল নয় । একটি কার্যকরী বন্ড বাজার থাকলে, সরকার মেগা অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য সহজেই তহবিল সংগ্রহ করতে পারত । বন্ডগুলি ইক্যুইটির জন্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অর্থায়নের বিকল্প হিসেবে কাজ করে । বন্ডগুলি যদি ক্রমান্বয়ে পুজিঁবাজারে ট্রেডিং হওয়া শুরু হয়, তবে বন্ড মার্কেটের আকারও বৃদ্ধি পাবে একই সাথে পুজিঁবাজারে পণ্যের বৈচিত্রতাও আসবে । আর সেক্ষেত্রে পুজিঁবাজার জিডিপি বৃদ্ধির ধারা ৮% ধরে রাখার পাশাপাশি এসজিডি লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগী খাত হিসাবে উন্মোচিত হবে বলে আশা করছি ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ নাদিম এফসিএ, সিএফও এবং ডিএমডি, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, জনাব সাদেক, এফসিএ, সিএফও, শাহজালাল ইসলামী ব্যাংক, জনাব মো. জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, ডিএমডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ড. মো. তবারক হোসেইন ভূঁইয়া, এমডি এন্ড সিইও, প্রাইম ব্যাংক ইনভেস্টম্যান্ট লিমিটেড এবং জনাব তানজিম আলমগীর, সিইও, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, জনাব মো. মনিরুল হক, জনাব মো. মর্তুজা আলম, চিফ রেগুলেটরি অফিসার (এ্যাক্টিং), ডিজিএম এন্ড হেড অব ক্লিয়ারিং এন্ড লিস্টিং, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
ইস্যুয়ার এবং ইস্যু ব্যবস্থাপক এর প্রতিনিধিগণ তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা বেশ আনন্দিত এবং এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে সার্বিকভাবে সম্মানিত যা তাদেরকে সামনের পথচলায় স্বত:স্ফুর্ত অংশগ্রহনে উদ্ধুদ্ধ করবে । তারা সিএসইকে সাথে নিয়ে বন্ড মাকেট প্রসারের বিভিন্ন প্রশিক্ষন ও সচেতনতামূলক অনুষ্ঠান আজন করতে আগ্রহী ।
সমাপনী বক্তব্যে সিএসইর পরিচালক স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে অর্থনীতির বিকাশ, বেসরকারী খাতের উন্নয়ন, পুজিঁবাজারের অর্থাভাব দূর এবং ব্যাংক খাতের নির্ভরশীলতা কামাতে শক্তিশালী বন্ড মার্কেটের বিকল্প নেই । সেই উন্নয়নের ধারা বর্তমান কমিশনের নেতৃত্বেই আমরা সফল হতে চলেছি । আমাদের সরকার এবং বিএসইসি একটি শক্তিশালী বন্ড মার্কেটের উন্নয়নে আগ্রহী । আমরা এখন উন্নত দেশের আদলে Yield Based বন্ড মার্কেট উন্নয়নের জন্য কাজ করছি।
এখানে উল্লেখ্য, বিগত ৩১ অক্টোবর ২০২১ তারিখে সিএসইতে লার্জ স্কেল পাইলটিংএর আওতায় বিএসইসির সাবিক তত্তাবধানে বিভিন্ন মেয়াদে ০৪ টি সরকারী ট্রেজারী বন্ডের লেনদেন শুরু হয়েছে । যা আমাদের পুজিঁবাজারের জন্য অসাধারণ মাইলফলক ।
বিস্তারিত জানতে
তানিয়া
সিএসই, সিএন্ডপি আর
ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬
©2024 Chittagong Stock Exchange PLC. All rights reserved.