Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   04:01:19 (BST)

ঢাকা, ০২ ফেব্রুয়ারী, ২০২২:

গত ৩১ জানুয়ারী সিএসই তার ঢাকাস্থ অফিসে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. এর মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে এর মাধ্যমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. তার গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল

এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই এর উপ-মহাব্যবস্থাপক এবং আইটি সার্ভিসেস প্রধান জনাব হাসনাইন বারী এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, এই চুক্তি সম্পাদন প্রক্রিয়া ডুয়েল ট্রেকহোল্ডারগনের জন্য সময়োপযোগী এবং লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী । এই কার্যক্রমে ক্রমান্বয়ে সবfইকে আনার প্রক্রিয়া অব্যাহত আছে এবং থাকবে । ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসানুর রহমান বলেন, এই চুক্তির মাধ্যমে সিএসইতে লেনদেনের প্রক্রিয়া আরো সহজ হল

এছাড়া সিএসই এর ডেপুটি মেনেজার, রাহী ইফতেখার রেজা, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. এর হেড অব প্রিমিয়াম এবং আইসিসি জনাব কুমারেশ সাহা, হেড অব ফাইনান্স এন্ড একাউন্টস এন্ড হেড অব অ্যাডমিনিসট্রেশন জনাব প্রত্যয় কুন্ডু, হেড অব আইটি জনাব মইনুল ইসলাম, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য যে, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) এর সাথে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী এই চুক্তি স্বাক্ষর করেছে এবং গত ডিসেম্বর-এ শান্তা সিকিউরিটিজ লি. এর সাথে এই চুক্তি সম্পাদিত হয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসই গত ২০১৫ সালে প্রথম এই চুক্তি সম্পাদন করে এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সফলতার সাথে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর মাধ্যমে সিএসইতে লেনদেন সম্পন্ন করে আসছে

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-পি এন্ড সি আর

ফোনঃ০১৭৬০৭৪৫৭৩৬

 

 

 

| February 02, 2022 |