Market Status: Closed
  Thursday, 21 Nov '24
   14:30:07 (BST)

২৭ মার্চ, ২০২২, চট্টগ্রাম:

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) আজ ২৭ অক্টোবর, ২০২২ এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে সিএসই এর অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য সিডিবিএল অপারেশনস্ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেসএর উপর একটি ট্রেনিং এন্ড এওয়ারনেস অনুষ্ঠান-এর আয়োজন করে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সিএসসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপÍ), জনাব মো. গোলাম ফারুক প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর জেনারেল মেনেজার, এপ্লিকেশন ডেবলোপমেন্ট এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস, জনাব রাকিবুল ইসলাম চেীধুরী এতে আরো উপস্থিত ছিলেন সিএসই এর চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ, ডিজিএম এন্ড হেড অব ট্রেক মার্কেটিং এন্ড সার্ভিসেস, জনাব মো. মর্তুজা আলম, ডিজিএম এন্ড হেড অব বিজনেস প্রমোশন, জনাব মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অব ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট এন্ড লিস্টিং কমপ্লায়েন্স, জনাব একেএম শাহরোজ আলম এবং ডিজিএম এন্ড হেড অব সার্ভিলেন্স এন্ড মপস্, জনাব মো. নাহিদুল ইসলাম খান

উক্ত অনুষ্ঠানে সিএসই এর ৪৭ টি ট্রেক এর ৫২ জন অথরাইজড রিপ্রেজেনটেটিভ অংশগ্রহণ করেন যারা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজে সিডিবিএল অপারেশন এর কাজের সাথে সরাসরি সম্পৃক্ত সিএসই এর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান জনাব এম. সাদেক আহমেদ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই- প্রতিনিধিগণ এবং অংশগ্রহনকারীরা আশা ব্যক্ত করেন যে, ব্রোকারেজ হাউজের দৈনন্দিন অপারেশন পরিচালনার ব্যাপারে এবং বাংলাদেশের শেয়ারবাজারের গতিময়তা, স্বচ্ছতা বৃদ্ধিতে, সর্বোপরী বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগামটি অগ্রণী  ‍ভূমিকা পালন করবে

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-সি এন্ড পি আর

ফোন: ০১৭৬৭৪৫৭৩৬

 

 

| March 27, 2022 |