Market Status: Closed
  Wednesday, 03 Jul '24
   07:17:31 (BST)

০৬ জুলাই ২০২২,  ঢাকা:

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসইকর্তৃক  আয়োজিতসিডিবিএল অপারেশনস্ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেসশীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ০৫ জুলাই, ২০২২ বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এর (জীবন বিমা ভবন, মতিঝিল, ঢাকা )প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, বিএএসএম এর ডিরেক্টর জেনারেল ডঃ তৌফীক আহমেদ চৌধুরি এতে আরো উপস্থিত ছিলেন সিএসই এর ডিজিএম এন্ড হেড অব আই টি সার্ভিসেস, হাসনাইন বারি , ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান, এম. সাদেক আহমেদ এবং সিনিয়র অফিসার, মার্কেট ডেভেলপমেন্ট, শাহিন আখতার প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর জেনারেল মেনেজার, এপ্লিকেশন ডেবলোপমেন্ট এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস, জনাব রাকিবুল ইসলাম চেীধুরী

জনাব ডঃ তৌফীক আহমেদ চৌধুরি তার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের পুঁজিবাজার এখন আনেকদূর এগিয়ে গেছে যা ইমারজিং ইকোনমির অন্যতম সূচক , যদিও যথাযথ কারিগরি এবং দক্ষ জনবল এর অভাব আমরা প্রায়ই অনুধাবন করি , কিন্তু আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টা এই আগ্রনী যাত্রাপথকে ব্যাহত করতে পারে না । তিনি সিএসই-কে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করায় সাধুবাদ জানান এবং আশ্বস্ত করেন, ভবিষ্যতে এ ধরনের যে কোনো অনুষ্ঠানে বিএএসএম, সিএসই এর সাথে রেগুলেটরি অরগানাইজেশন হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করে যাবে ।

জনাব হাসনাইন বারি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে এসএমই প্লাটফর্ম, জি- সিকিউরিটিজ প্লাটফর্ম এবং কমোডিটি এক্সচেঞ্জ এর সাফল্য গাঁথা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন । সিএসই এর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান জনাব এম. সাদেক আহমেদ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

সিডিবিএল অপারেশন এর কাজের সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন  অশংগ্রহনকারীরা মতামত ব্যক্ত করেন যে, এই অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে অনেক জিজ্ঞাসার জবাব পেয়েছেন, যা তাঁদের ক্যাপিটাল মার্কেট এর সহায়ক জ্ঞান-এর সমৃদ্ধিতে সহায়ক । তারা এ ধরনের তথ্যবহুল প্রশিক্ষণ অনুষ্ঠান বার বার আয়োজন এর জন্য বলেন  এবং একই সাথে আশা ব্যক্ত করেন যে, তাঁদের স্ব স্ব প্রতিষ্ঠানের দৈনন্দিন অপারেশন পরিচালনার ব্যাপারে এবং বাংলাদেশের শেয়ারবাজারের গতিময়তা, স্বচ্ছতা বৃদ্ধিতে, সর্বোপরী বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগামটি অগ্রণী  ‍ভূমিকা পালন করবে

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-সি এন্ড পি আর

ফোন: ০১৭৬৭৪৫৭৩৬

| July 06, 2022 |