Market Status: Closed
  Tuesday, 28 Jan '25
   09:29:01 (BST)

১৩, মার্চ, ২০২৩, চট্টগ্রাম:

১২ ও ১৩ মার্চ ২০২৩  তারিখে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) যথাক্রমে তার ঢাকা, সিলেট এবং চট্টগ্রামস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজ-এর কমপ্লায়েন্স অফিসারদের জন্য অনলাইনে সিকিউরিটিজ আইন  বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা- জনাব জাহিদ উদ্দিন আহমেদ ও মিস কঙ্কা নন্দী । এতে উপস্থিত ছিলেন সিএসই-এর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জনাব মোহাম্মদ মাহাদি হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসই-র ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান জনাব এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন । আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন । এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারনা দেয়া হয় ।

সমাপনি বক্তব্যে চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করবে। একটি স্বচ্ছ ও বেগবান পুঁজিবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের গুরুত্তারোপে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন। ।

দু’দিনের উক্ত অনুষ্ঠানে সিএসই-র ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ভিত্তিক প্রায় শতাধিক ব্রোকারেজ হাউসের প্রায় দু’শতাধিক অথরাইজড রেপ্রেজেনটেটিভ ও কমপ্লায়েন্স অফিসারেরা যোগদান করেন। অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে তারা প্রতিনিয়ত যে সকল সমস্যার মুখোমুখি হন সেগুলির সমাধান গ্রহন করেন । অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন । তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসই -এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অনুরোধ করেন ।

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-সি এন্ড পি আর

ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| March 13, 2023 |