Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:48:34 (BST)

 

ঢাকা, ২৭  সেপ্টেম্বর, ২০২৩

 

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম ফারুক, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তারিকুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন৷

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তারিকুজ্জামান বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নিয়ে একসাথে কাজ করতে হবে।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম ফারুক বলেন, পুঁজিবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করতে হবে এবং আরও নতুন নতুন প্রোডাক্ট যেমন- নেটিং, ইটিএফ, এটিবি দ্রুত চালু করতে হবে৷ আমি আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায়, বিশেষ করে ডিএসই ও সিএসই-এর যৌথ প্রচেষ্টায় দেশের পুঁজিবাজারে পণ্য বৈচিত্রে বৈচিত্রময় করে সকলের আস্থা অর্জনে সক্ষম হব এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে ৷

 

পরে সিএসই-এর এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম ফারুক ডিএসই-এর নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শূভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান৷

 

বিস্তারিত জানতে,

তানিয়া বেগম

সিএসই-পি এন্ড সিআর, এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

 

 

| September 27, 2023 |