Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:46:39 (BST)

২০ ফেব্রুয়ারি, ২০২৪, ঢাকাঃ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই)-এর চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেক সদস্যগন এবং সকল স্টেকহোল্ডারগন বিশিষ্ট কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজের মৃত্যুতে গভীরভাবে শো্কাহত ।

 

 “ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান জনাব শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মাতা বেগম হাসিনা মমতাজ-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত সিএসই-এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

 

 

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-সি এন্ড পিআর,

এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

 

 

 

| February 22, 2024 |