Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   04:00:28 (BST)

১১ মার্চ, ২০২৪, চট্টগ্রামঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র লেনদেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে । পরিবর্তিত সূচি অনুযায়ী লেনদেন শুরু হবে সকাল ০৯:৩০ থেকে ০১:৩০ পর্যন্ত । এছাড়া পোস্ট ক্লোজিং সেশন ০১:৩০ থেকে ০১:৪০ পর্যন্ত চলবে । একই সাথে সকাল ০৯:০০ থেকে ০৩:৩০ পর্যন্ত নিয়মিত অফিস কার্যক্রম পরিচালিত হবে । রমজানের পরবর্তীতে অফিস কার্যক্রম ও লেনেদেনের ক্ষেত্রে পূর্বের সময়সূচী কার্যকর হবে ।

তানিয়া

সিএসই-সি এন্ড পি আর

এক্সচেঞ্জ ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| March 11, 2024 |