Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:58:49 (BST)

২৩ মে,২০২৪, ঢাকাঃ

 

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর কমিশনার জনাব শেখ শামসুদ্দিন আহমেদ এবং জনাব ডঃ এটিএম তারিকুজ্জামান, সিপিএ-কে ফুলেল অভিনন্দন জানিয়েছেন।

 

উল্লেখ্য, জনাব শেখ শামসুদ্দিন আহমেদ এবং জনাব ডঃ এটিএম তারিকুজ্জামান, সিপিএ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এই অভিনন্দন জানানো হয় ।

 

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং কমিশনারগণ পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই-র একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন। এ সময় সিএসইর ঢাকা অফিস্থ কর্মকর্তা জনাব রাহি ইফতেখার রেজা এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

 

 

বিস্তারিত জানতে

তানিয়া

এসও-পি এন্ড সিআর,

এক্সচেঞ্জ ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট

সিএসই

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

| May 23, 2024 |