Market Status: Closed
  Saturday, 21 Dec '24
   17:50:12 (BST)

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ঢাকাঃ

আজ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ -কে ফুলেল শুভেচ্ছা জানান ।

জনাব মজুমদার এবং জনাব রহমান পুঁজিবাজার বিষয়ক চলমান উন্নয়ন কাজ এবং ভবিষ্যৎ কাজের পরিধি নিয়ে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ আলোচনা করেন । সচিব মহোদয় গুণগত মানসম্পন্ন কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিসমূহকে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন । উভয়ে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুত হন । সেসময় সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন ।

 

বিস্তারিত জানতে

তানিয়া

এসও-পিএন্ডসি আর, এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

সিএসই ,ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| May 30, 2024 |