Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   04:02:54 (BST)

১৪ জুলাই,২০২৪,ঢাকা:

আজ সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে । এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক  জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ টেকনো ড্রাগস লিমিটেডের সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান । স্বাগত বক্তব্যে জনাব সাইফুর রহমান বলেন - পুঁজিবাজারে টেকনো ড্রাগসের মতো বড় কোম্পানির অংশগ্রহন খুব জরুরী ।ভালো এবং সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুঁজিবাজারের জন্য ইতিবাচক অর্থাৎ নিয়ম নীতির মধ্যে থেকে নিজেকে আরও বিকশিত করার বিষয়টি কোম্পানিকে আরও গ্রহণযোগ্য করবে।আজ সিএসইর প্লাটফর্মে ৩৩১তম কোম্পানি হিসেবে টেকনো ড্রাগস লিমিটেড-এর যাত্রা শুরু হয়েছে । এখানে উল্লেখ্য, টেকনো ড্রাগসের আইপিও আবেদনে রেকর্ড পরিমান আবেদন ছিল অর্থাৎ এ থেকে বুঝা যায়, আপনাদের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক। আমরা আশা করবো, টেকনো ড্রাগস এবং এর পরিচালনা পর্ষদ এই কোম্পানিটিকে এমনভাবে পরিচর্যা করবেন যেন সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের  দীর্ঘমেয়াদি আস্থা অর্জনে অবদান রাখে।আজকের শুভ সুচনার পর থেকে সামনের পথচলায় চিটাগং স্টক এক্সচেঞ্জ সব সময় তাদের যে কোনো প্রয়োজনে সহযোগীতা দেয়ার জন্য প্রস্তুত । সফলভাবে লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে আসার জন্য তিনি টেকনো ড্রাগস লিমিটেড-এর ব্যবস্থাপনা  পর্ষদকে অভিনন্দন জানান ।

টেকনো ড্রাগস লিমিটেড-এর ব্যবস্থপনা পরিচালক জনাব শাহ জালাল উদ্দিন আহমেদ বলেন , আমরা পুঁজিবাজারে এসেছি দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে। বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু করা এবং টেকনো ড্রাগসকে পুঁজিবাজারের একটি বিশ্বাসযোগ্য কোম্পানিতে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য । সুতরাং এই লক্ষ্য আ্মরা আমাদের মেধা, প্রজ্ঞা ও কর্মের সমন্বয়ে অর্জন করবো । একই সাথে আমরা বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবো এবং তা আরও উত্তরোত্তর বাড়ানোর জন্য কাজ করবো ।

 উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেকনো ড্রাগস লিমিটেড-এর চেয়ারম্যান মিস খালেদা আখতার খান, পরিচালকবৃন্দ ডঃ মেহরিন আহমেদ, জনাব আরেফিন রাফি আহমেদ, মোঃ মামুনুর রশিদ, চিফ ফিনান্সিয়াল অফিসার, পীযুষ কুমার চক্রবর্তী, কোম্পানি সেক্রেটারি জনাব দেবাশিষ দাস গুপ্তা ,সিএসই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার, জনাব হাসনাইন বারী , ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর কর্মকর্তাবৃন্দ এবং টেকনো ড্রাগস লিমিটেড ও সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-পিঅ্যান্ডসিআর,

এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬ 

 

| July 14, 2024 |