Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:57:45 (BST)

২৫ আগস্ট, ২০২৪, ঢাকাঃ

 

গত ২২ আগস্ট‘২৪ (বৃহস্পতিবার) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান, জনাব খন্দকার রাশেদ মাকসুদের সাথে কমিশন ভবনে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার,এফসিএ, এফসিএমএ সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত সাক্ষাতে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক পরিচিত হন এবং  সিএসই বোর্ড  পুনর্গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। সে সময় বিএসইসির সম্মানিত কমিশনার জনাব মুঃ মোহসীন চৌধুরী, ড এটিএম তারিকুজ্জামান, সিপিএ এবং সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অবঃ) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন ।

 

 

বিস্তারিত জানতে

তানিয়া

এএম-পি এন্ড সিআর,

এক্সচেঞ্জ ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট

সিএসই

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

 

| August 25, 2024 |