Market Status: Open
  Tuesday, 28 Jan '25
   10:09:56 (BST)

১৬ জুলাই, ২০১৮: আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ সিএসই এর কিছু সংখ্যক ট্রেক হোল্ডারদের সাথে সিএসই এর লেনদেন বাড়ানোর উদ্যোগে সিএসই এর ঢাকা অফিস এ এক মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন সিএসই এর ট্রেক হোল্ডারগণ এবং তাদের অপারেশনাল হেড । সভায় আরো উপস্থিত ছিলেন সিএসই এর ডিরেক্টর জনাব সায়াদুর রাহমান ,প্রাক্তন ডিরেক্টর জনাব মোঃ মফিজ উদ্দিন এবং জনাব মোঃ মহিউদ্দিন,এফসিএমএ, সিএসই ঢাকা অফিসের ইনচার্জ জনাব মোঃ গোলাম ফারুক , ডিজিএম এবং হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট জনাব একেএম শাহরোজ ডিজিএম এবং আইটি সার্ভিসেস হেড জনাব হাসনাইন বারী এবং আরো উর্ধ্বতন কর্মকর্তা। সিএসএই ধারাবাহিকভাবে এই সভার আয়জন করছে এবং আগামীতে ও চলতে থাকবে। বিস্তারিত জানতে: তানিয়া বেগম সিনিয়র অফিসার চট্টগ্রাম স্টক এক্্রচেঞ্জ লিঃ মোবাইল: ০১৭৬০৭৪৫৭৩৬

| July 16, 2018 |