Market Status: Closed
  Thursday, 21 Nov '24
   14:35:49 (BST)

২১ অক্টোবর, ২০২৪, চট্টগ্রামঃ

আজ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ চট্টগ্রামস্থ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন । এ সময় বিএসইসি-এর সম্মানিত কমিশনারগণ জনাব মুঃ মোহসিন চৌধুরী, জনাব মোঃ আলি আকবর, জনাব ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক জনাব মোঃ মাহবুবুল আলম, জনাব মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক জনাব মোঃ মনসুর রহমান এবং সিএসইর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান-এর নেতৃত্তে গঠিত নতুন বোর্ড সদস্যগন, ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার,এফসিএ,এফসিএমএ এবং সিএসইর শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত পরিদর্শনকালে তাঁরা সিএসই বোর্ড এবং শীর্ষ কর্মকর্তাগণের সাথে সভা করেন। এছাড়াও সিএসই ট্রেকহোল্ডারদের সাথে পুঁজি বাজারের সার্বিক উন্নয়ন প্রতিষ্ঠার স্বার্থে মত বিনিময় সভা করেন ।

বিএসইসির সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ তাঁর বক্তব্যে বলেন, সবার স্বপ্ন, পুঁজিবাজার হবে দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এবং একই সাথে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস । আর এই লক্ষ্যে আমাদের সকলকে মিলেমিশে অনেক কাজ করতে হবে। পুঁজিবাজারের যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেগুলো সমাধান করতে হবে যা হয়ত দ্রুত সম্ভব নয়। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কার। এই সংস্কার কাজ একা সম্ভব না। সেজন্য সবার মতামত নেয়া হচ্ছে এবং ধীরে ধীরে আইন ও নিয়মের মধ্যে থেকে নিয়মতান্ত্রিক উপায়ে এই সংস্কার সম্পন্ন করা হবে। তিনি বলেন, আমরা পুঁজিবাজারের গতিতে হাত দিতে চাই না। বাজারে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারিদের স্বার্থ রক্ষার্থে সব্ ধরনের পদক্ষেপ নেওয়া হবে।নতুন করে পুঁজিবাজারের গঠনে প্রয়োজনীয় কার্যক্রমগুলো এগিয়ে নিতে তিনি সিএসইর নতুন পর্ষদের কাছে সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন যেন পুঁজিবাজার তাঁর নিজস্ব গতিতে চলতে পারে । 

সিএসইর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান বলেন, সিএসই সবসময়ই নতুন কিছু করতে অগ্রণী । ইতিমধ্যে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপন এর কাজও করছে যা হবে বাংলাদেশের জন্য প্রথম। নবগঠিত বোর্ড পুঁজিবাজারের উন্নয়ন, পরিমার্জন, আধুনিকীকরণ  এর  জন্য সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদী সব ধরনের পদক্ষেপের মাধ্যমে সার্বিকভাবে পুঁজিবাজারকে গতিশীল ও গ্রহণযোগ্য করার জন্য বিএসইসি এবং সিএসই সমন্বিতভাবে কাজ করবে।

ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার,এফসিএ,এফসিএমএ বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনারদের স্বাগত জানিয়ে সিএসইর সার্বিক অবস্থা এবং বাজার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং বলেন পুঁজিবাজারের জন্য নতুন নতুন প্রোডাক্ট যেমন কমোডিটি ডেরিবেটিভস, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এর অটোমেশন, ইকুইটি ডেরিবেটিভস, ইসলামিক ক্যাপিটাল মার্কেট, অফ আওয়ার ট্রেডিং, জি-সিকিউরিটিজ ট্রেডিং মতো আধুনিক প্রোডাক্ট এর দ্রুত ব্যবস্থা করা দরকার যা পুঁজিবাজারকে গতিশীল আর বৈচিত্র্যময় করবে । এছাড়াও সিএসইর কমোডিটি প্রোজেক্ট এর অগ্রগতি সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন এবং এর সার্বিক সফলতার জন্য কমিশনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বিএসইসির কর্মকর্তাদের সিএসই এবং এর বিভিন্ন বিভাগ সম্বন্ধে বিস্তারিত অবগত করেন ব্যবস্থাপনা পরিচালক।

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর,

এক্সচেঞ্জ ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট

সিএসই, ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

| October 21, 2024 |