Market Status: Closed
  Monday, 30 Dec '24
   23:07:46 (BST)

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪:

গতকাল ২৫ নভেম্বর ২০২৪, সিএসই এর ঢাকাস্থ কার্যালয়ে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং স্বনামধন্য ০৯ টি ট্রে্ক- এর মধ্যে এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে চুক্তি সম্পন্নকারী ট্রেকগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেলটা সিকিউরিটিজ লিমিটেড, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মোনার্ক  হোল্ডিংস লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড এবং ইবিএল সিকিউরিটিজ লিমিটেড । এই চুক্তির মাধ্যমে ট্রেকগুলো তাদের  গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল

এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অব আইটি সার্ভিসেস জনাব হাসনাইন বারী এবং ট্রেকগুলো পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন এছাড়া সে সময় সিএসই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, হেড অব লিস্টিং কমপ্লায়েন্স, ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট জনাব একেএম শাহরোজ আলম, সংশ্লিষ্ট ট্রেকগুলো থেকে সম্মানিত প্রতিনিধিগন এবং সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, এই চুক্তি সম্পাদন প্রক্রিয়া ট্রেকহোল্ডারগনের জন্য সময়োপযোগী এবং লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী । এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) শেয়ারিং চুক্তির  মাধ্যমে ট্রেকগুলো তাঁদের ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আরএমএস ( রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম )-কে ব্যবহার করে লেনদেন কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারবে । এটি মূলত একটি ইন্টিগ্রেটেড সিস্টেম  যার মাধ্যমে ব্রোকারদের উভয় বাজারে অংশগ্রহণ নিশ্চিত হবে । বিশেষ করে শর্ট সেল প্রতিরোধ করতে পারবে এবং ডিএসই এবং সিএসই উভয় মার্কেটের শেয়ারের তুলনামূলক উপস্থিতি খুব সহজে একটি প্লাটফর্মে দেখে কেনেবেচার দ্রুত সিন্ধান্ত নিতে পারবে । এই প্রযুক্তি পুঁজিবাজারের লেনদেনের ধারাকে আরও অগ্রগামী করবে । জনাব রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিন্দন জানান । এই চুক্তির মাধ্যমে সিএসইতেও লেনদেনের প্রক্রিয়া আরো সহজ হবে এবং উভয় পক্ষের কার্যক্ষেত্র আরো প্রসারিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন ।

উল্লেখ্য যে, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস)-এর সাথে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী এই চুক্তি স্বাক্ষর করেছে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসই গত ২০১৫ সালে প্রথম এই চুক্তি সম্পাদন করে এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সফলতার সাথে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর মাধ্যমে সিএসইতে লেনদেন সম্পন্ন করে আসছে

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসি আর,এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

সিএসই, ফোনঃ০১৭৬০৭৪৫৭৩৬

| November 26, 2024 |