Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:55:43 (BST)

২৭ নভেম্বর, ২০২৪, চট্টগ্রামঃ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-তে আজ থেকে চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে দুইদিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষন অনুষ্ঠানের দ্বিতীয় ব্যাচের শুভ উদ্ভোধন হয়েছে । এতে সিএসই ট্রেক ও লিস্টেড কোম্পানির সম্মানিত প্রতিনিধিগণ এবং স্বতন্ত্র উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির ঊদ্ভোধন করেন সিএসইর সম্মানিত পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম এতে আরও উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ,  এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ । এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া-এর ভাইস প্রেসিডেন্টে এন্ড হেড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে প্রশিক্ষন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কনভেনার, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট, জনাব মোঃ মরতুজা আলম, এবং কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য জনাব মোঃ ফয়সাল হুদা, ম্যানেজার, জনাব মোহাম্মাদ হাবিবুল্লাহ এবং জনাব নাহিদ আফরোজ ।

প্রধান অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম বলেন, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে এবং এই কাজটি সম্পন্ন করতে যত ধরনের পদক্ষেপ দরকার তাঁর সবগুলিই আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আজকের এই প্রশিক্ষনের মাধ্যমে আমার মার্কেট অংশগ্রহণকারী তৈরির কাজটি শুরু করেছি। আপনারা যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তাঁরা মার্কেটে যারা আছেন, তাঁদের থেকে একধাপ এগিয়ে গেলেন। সামনে আমাদের আনেক পথ যেতে হবে, সে পথে আপনিই হবেন প্রথম সারির প্রশিক্ষন গ্রহণকারী যারা পরবর্তীদের পথ দেখাবেন। তাই গুরুত্ব সহকারে প্রশিক্ষণের প্রতিটি টপিক শিখে নিন এবং নিজেকে কমোডিটি ডেরিভেটিভস এর প্রথম সারির অংশগ্রহণকারী হিসেবে প্রস্তুত করুন, কেননা এই প্রশিক্ষন শেষে আপনারা এমসিএক্স এবং সিএসইর যৌথ সার্টিফিকেট পাচ্ছেন যা আপনাকে মার্কেট নলেজেবল এক্সপার্ট হিসেবে গ্রহণ যোগ্য করে তুলবে ।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, সিএসই দীর্ঘদিন ধরে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে, এরই অংশ হিসেবে বিশেষ করে মার্কেট পারটিসিপেন্ট বা মার্কেট প্রোফেসনাল তৈরির অংশ হিসেবে এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে । পাশাপাশি চলছে টেকনোলজি এবং রেগুলেটরি কাঠামো তৈরির কাজ , যা প্রায় চূড়ান্ত পর্যায়ে ।আমরা আশা করি মার্কেট তৈরির মাধ্যমে টেকনোলজি এবং রেগুলেটরি কাঠামো এবং ইন্টারমিডিয়ারি প্রফেশনাল পারটিসিপেন্ট ইন্টিগ্রেটেড করার মাধ্যমে সফলভাবে এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক আগ থেকেই সুগঠিত ও সুপ্রতিষ্ঠিত কমোডিটি ডেরিভেটিবস এক্সচেঞ্জ রয়েছে। তারপরও এক্সচেঞ্জগুলো এবং প্রতিষ্ঠিত ব্রোকাররা নিয়মিত প্রশিক্ষনের আয়োজন করেন ।  এই প্রশিক্ষনগুলোর দুটি দিক আছে প্রথমত নতুন নতুন পরিবর্তনগুলো জানানো এবং দ্বিতীয়ত নতুন জেনারেশনকে প্রস্তুত করা । এখন গুরুত্বপূর্ণ কাজ হলো মার্কেট এবং মার্কেট সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের উপযুক্তভাবে তৈরি করা অর্থাৎ যারা এক্সচেঞ্জের সাথে যুক্ত হবেন তাদেরকে সঠিকভাবে প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান এবং ট্রেনিং-এর ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা ।  গত দুই বছর ধরে সে লক্ষ্যে সিএসই টিম সচেতনতামূলক বিভিন্ন ধরনের নিয়মিত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করছে । এই মাসের শুরুতে প্রথম ব্যাচের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে ,এরই ধারবাহিকতায় আজ শুরু হলো দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষন । এই প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীদেরকে যে সার্টিফিকেট প্রদান করা হবে যা তাকে পরবর্তীতে তার প্রতিষ্ঠানে এমনকি বাজার প্রস্তুতির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ করে তুলবে । অর্থাৎ মার্কেট প্রস্তুতির কাজটি এতই ব্যাপক যে, সিএসইর একার পক্ষে সম্ভব ন। বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছাত গেলে আপানরাই হবেন মধ্যজন যারা প্রথম প্রশিক্ষণ গ্রহণকারী হিসেবে পরবর্তী জনকে প্রশিক্ষণ দিবেন। এই দীর্ঘ প্রক্রিয়াতে আপানাদের স্বাগতম এবং আমরা আশা করছি সবার সার্বিক এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব অল্প সময়ে একটি সুগঠিত কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের কাজটি আমরা দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো ।

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর,

এক্সচেঞ্জ ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট

সিএসই, ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

 

| November 27, 2024 |