Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:51:07 (BST)

ডিসেম্বর, ০৯, ২০২৪, চট্টগ্রামঃ

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে  অবহিত হতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)-এর ইকোনমিকস এন্ড ব্যাংকিং অনুষদের শিক্ষার্থীদের একটি দল  আজ ০৯ ডিসেম্বর, ২০২৪, রবিবার চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)র, আগ্রাবাদ, চট্রগ্রামস্থ কার্যালয় কর্পোরেট পরিদর্শন।

 

বাংলাদেশ পুঁজিবাজার-এর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠান-এ অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে এবং আয়োজন করছে।

 

উক্ত অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মাদ মাহাদি হাসান, সিএফএ, এবং হেড অফ ইন্টারনাল অডিট জনাব মোহাম্মেদ বারাকাত শফি। অধিবেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং এন্ড এওয়্যারনেস জনাব এম সাদেক আহমেদ।এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)-এর ইকোনমিকস এন্ড ব্যাংকিং অনুষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক, জনাব মোঃ আমজাদ হোসেন।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার, জনাব মোহাম্মাদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের প্রধান নিয়ামক হচ্ছেন বিনিয়োগকারী এবং এই বিনিয়োগকারীদেরকে শিক্ষিত করার কাজটি সর্বদাই গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই হবেন আগামী দিনের পুঁজিবাজারের কর্ণধার অর্থাৎ তাঁরাই হবেন বিনিয়োগকারী। শিক্ষা জীবনের পাশাপাশি নিজেদেরকে ব্যবহারিক জ্ঞানের সাথে সংযুক্ত করতে হবে। পুঁজিবাজারের খুঁটিনাটি বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে।বাংলাদেশের পুঁজিবাজার পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় এখনো অনেক পিছিয়ে।এর উন্নয়ন, পরিমার্জন, পরিবর্ধন চলমান। আপনাদের মধ্যেই হয়তো কেউ নিজেদের নতুন চিন্তা চেতনার মাধ্যমে উন্নয়নের নতুন দুয়ার উন্মোচনের অংশীদার হবেন। শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে যে, তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের মধ্যে সমন্বয় খুব জরুরী, সেজন্য প্রয়োজন বেশি বেশি প্রশিক্ষণ ও প্রায়োগিক কোর্সে অংশগ্রহণ।বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে নতুন প্রোডাক্ট সব ক্ষেত্রগুলি সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন, জরুরী তবেইতো সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত প্রোডাক্ট সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিনিয়োগ ঝুঁকি এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সম্যক ধারনা প্রদান করা হয় এবং নিজেদেরকে আগামী দিনে পুঁজিবাজারের একজন যোগ্য ও বিনিয়োগ সিদ্ধান্তে উপযুক্ত হিসেবে গড়ে তোলার পদক্ষেপগুলো শিক্ষাজীবন থেকে শুরু করার ব্যাপারে আলোচনা করা হয় । এছাড়া সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পদক্ষেপ এবং চলমান অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানানো হয়। উক্ত অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারনা প্রদান করতে ও প্রয়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে জনাব এম সাদেক আহমেদ তাঁর উপস্থাপনা প্রদান করেন।

    

বিস্তারিত জানতে,

তানিয়া

সিএসই-পিঅ্যান্ডসিআর,এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট

ফোন-০১৭৬০৭৪৫৭৩৬ 

| December 09, 2024 |