Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:58:10 (BST)

১১ অক্টোবর,২০১৮, চট্টগ্রাম: বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ,২০১৮ উপলক্ষ্যে সিএসই কর্র্র্তূক আয়োজিত সেমিনার ” ইনভেস্টর প্রোটেকশন এজ পার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক”চট্টগ্রাম এ অবস্থিত আগ্রাবাদ হোটেলের ” ইছামতি হল” এ আজ ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এই সেমিনার মূলত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তূক অয়োজিত পাঁচ দিন ব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সিএসই এর যৌথ উদ্যোগ।

 

এখানে উল্লেখ্য যে, বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে তথ্যের আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে পুঁজিবাজার  নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন হিসেবে International Organization of Securities Commission (IOSCO) ১৯৮৩ সালে  প্রতিষ্ঠিত হয়। IOSCO এর সদস্য দেশের পুঁিজবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানসহ সুর্ম্পক বজায় রাখা এবং সিকিউরিটিজ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে থাকে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) IOSCO এর সাধারণ সদস্য হিসেবে ১৯৯৫ সালে যোগদান করে। IOSCO  এর সাথে বিএসইসি'র  Multilateral Memorandum of Understanding (MMOU) স্বাক্ষরের  মাধ্যমে বিগত ২২ ডিসেম্বর ২০১৩ তারিখে  Appendix ‘A’ তে অর্ন্তভূক্ত হয়েছে অর্থাৎ ‘A’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

 

IOSCO বিশ্বব্যাপী প্রথমবারের মত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, ২০১৭ (World Investor Week 2017) পালণ করে যার ধারাবাহিকতায় এ বছরও ’বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮’(World Investor Week 2018) পালিত হচ্ছে। গত ০৭ অক্টোবর ২০১৮ এই সপ্তাহের উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। এই ধারাবাহিকতার চতুর্থ দিনে অনুষ্ঠিত হচ্ছে ” ইনভেস্টর প্রোটেকশন এজ পার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’’বি সেমিনার। এতে মূল টেকনিক্যাল বক্তব্য প্রদাণ করেন জনাব শামছুর রহমান, চিফ রেগুলেটরি অফিসার, সিএসই। এতে প্যানেল আলোচক ছিলেন প্রফেসর ড. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, ডিপার্র্টমেন্ট অব একাউন্টিং , ইউনিভার্সিটি অব চিটাগং, জনাব মো. ছায়েদুর রহমান, ডিরেক্টর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. এবং মেজর (অব.) এমদাদুল ইসলাম, ডিরেক্টর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি.।

 

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী ।

স্বাগত বক্তব্য রাখেন সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। সেমিনার এর সমাপনী বক্তব্য প্রদান করেন সিএসই এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।

 

এতে চট্টগ্রামে অবস্থিত সিএসই এর ট্রেক হোল্ডারগণ, তাদের প্রতিনিধিগন এবং বিশেষ করে বিনিয়োকারীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণে করেছেন। এছাড়াও বিভিন্ন পুজিঁবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যেমন: মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট মেনেজমেন্ট কোম্পানী, ইস্যুয়ার কোম্পানী এর প্রতিনিধিগণ এবং সিএসই এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিস্তারিত জানতে

তানিয়া বেগম

সিএসই

ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| October 09, 2018 |