Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:59:28 (BST)

 ১৭ মার্চ 2020, ঢাকা:

 সিএসই চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গত ১ মার্চ ২০২০ তারিখে ডিএসই'র চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের সাথে ডিএসইর প্রধান কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।  এ সময় পুঁজিবাজারের  উন্নয়ন ও  পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন এবং বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা  ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে উভয় এক্সচেঞ্জ একমত পোষণ করে। পরিশেষে ডিএসইর নব নির্বাচিত চেয়ারম্যানকে সিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
 
ধন্যবাদ 
তানিয়া 

| March 17, 2020 |