Market Status: Closed
  Saturday, 21 Dec '24
   20:21:52 (BST)

১৮ মার্চ, ২০২০, ঢাকা:
পৃথিবীজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতার প্রেক্ষিতে, বাংলাদেশে বিশেষ সর্তকতার স¦ার্থে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, সভ্-াসমাবেশ সীমিত করণ -এই সব বিবেচনায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী  (আগামীকাল) ১৯ মার্চ ২০২০ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে। পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে বিনিয়েগকারীদের মোবাইল ও অনলাইনের মাধ্যমে লেনদেন এর বিষয়ে বিশেষভাবে উৎসাহিত করছে।

বিস্তারিত জানতে,
তানিয়া
ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| March 18, 2020 |