Market Status: Closed
  Saturday, 21 Dec '24
   17:51:46 (BST)

৩১ মে, ২০২০, ঢাকা;

দীর্ঘ ৬৬ দিন পর শেয়ারবাজার খুলে দেয়ার জন্য সকল ট্রেকহোল্ডার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে সিএসই বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 

পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) আজ তার ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ সফলভাবে সম্পন্ন করেছে। সিএসই তার সব অফিস (ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট)এ যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা  গ্রহন করেছে। সকল ট্রেক অফিস এবং সংশ্লিষ্ট অফিসগুলকে তার কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অফিস এ প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করে চিঠি ও ই-মেইল প্রদান করা হয়েছে।

 পরিশেষে সকল সংশ্লিষ্টজনদের অনুরোধ থাকবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত ১৩ বিধি- নিষেধ পরিপালন করে অফিস পরিচালনা করবেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন।

 

বিস্তারিত জানতে

তানিয়া

সিএসই-পিআর

 

| May 31, 2020 |