Market Status: Closed
  Tuesday, 21 Jan '25
   03:55:36 (BST)

২ জুলাই, ২০২০,চট্টগ্রাম :
 
বর্তমানে করোনা মহামারিকালীন সময়ে প্রথম থেকেই  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ, সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকগণ মানবিক এই কার্যক্রমের সাথে অংশীদারি হওয়ার জন্য ২ টি “হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার”মেশিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে প্রদান করেছে | আজ সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রাশিদ চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে উক্ত হাসপাতাল এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসাইন এর কাছে মেশিন দুটি হস্তান্তর করেন | এই মেশিন দুটি করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় । 
 
উক্ত অনুষ্ঠানে জনাব মামুন বলেন  "সিএসই বোর্ড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং সিএসই ব্রোকারস এর সম্মানিত মালিকদের উদ্যোগে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে  খুবই আনন্দিত| পূর্ববর্তি সময়েও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর পাশে দাঁড়িয়েছে।"
 
এ সময় আরো উপস্থিত ছিলেন মা ও  শিশু হাসপাতাল এর  ড: লায়ন সানাউল্লাহ, নির্বাহী সদস্য ,ইঞ্জি জাবেদ আবছার চৌধুরী , ডোনার সদস্য ,ড: আশরাফুল করিম, উপ - পরিচালক প্রশাসন এবং সিএসই  এর পক্ষে ছিলেন জনাব শামসুর রহমান , সিআরও, জনাব মেজবাহ উদ্দিন, ডিজিএম , জনাব সোনিয়া হোসেন, জনাব মর্তুজা আলম ,ডিজিএম এবং জনাব মোঃ  মিনহাজ উদ্দিন, ম্যানেজার |
 
বিস্তারিত জানতে 
তানিয়া 
সিএসই - পিআর

ফোন: ০১৭৬৫০৭৪৫৭৩৬

| July 02, 2020 |